‘কোর্ট-কাচারি নিয়ে ফাজলামো নাকি?’

সময় টিভি হাইকোর্ট প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৮:৩০

করোনাকালীন লকডাউন চ্যালেঞ্জ করে রিট আবেদন দাখিলের শুনানির জন্য আদালতে উপস্থিত না থাকায় অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা (কস্ট) করেছেন হাইকোর্ট। আদালতের সময় নষ্ট করার জন্য তাকে এ জরিমানা করা হয়েছে। আদালত বলেছেন, ‘কোর্ট-কাচারি নিয়ে ফাজলামো নাকি? উনি মামলা করেই মিডিয়ায় বলে দেন মামলা করা হয়েছে। কিন্তু শুনানির দিন উনি আর উপস্থিত থাকেন না। কয়েকদিন পর এই রিটটি কার্যতালিকায় এলো। কিন্তু উনি অনুপস্থিত। তাই তাকে কস্ট দেওয়া হলো ১০ হাজার টাকা।’


বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ বুধবার (০৫ মে) এ আদেশ দিয়েছেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান জরিমানা কমিয়ে ৫ হাজার টাকা করতে আদালতে মৌখিকভাবে আবেদন জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ২০ হাজার টাকা জরিমানা করার জন্য মৌখিক আবেদন জানান। আদালত আদেশের আগে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানের বক্তব্য শোনেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও