সেভেন আপের বোতলে পবিত্র রমজানের আবহ
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৪:১১
নতুন সবুজ-সোনালি রঙের মোড়কে বাজারে এসেছে সেভেন আপ। বোতলের মোড়ক চাঁদ, তারায় খচিত করে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা হয়েছে।
পেপসিকো বাংলাদেশ অঞ্চলের বিপণন পরিচালক নাসিব পুরী নতুন ডিজাইন সম্পর্কে বলেন, ‘রমজান মাস খুবই তাৎপর্যপূর্ণ। সাহ্রি ও ইফতারে মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়। আমরা এই মুহূর্তগুলোর অংশ হতে চাই এবং তাকে আরও বিশেষ করে তুলতে চাই। সেভেনআপ এর এই লিমিটেড এডিশন প্যাকের মাধ্যমে আমরা চেয়েছি, রমজানের তাৎপর্য ধারণ করতে আর দেশের প্রতিটি পরিবারের ইফতার টেবিলে যোগ করতে ফ্রেশনেসের নতুন ছোঁয়া।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৩ বছর, ৬ মাস আগে
৩ বছর, ৮ মাস আগে
৩ বছর, ১০ মাস আগে