ঈদের আগেই পুরুষরা ত্বকের জেল্লা ফেরাবেন যে উপায়ে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ মে ২০২১, ১১:৪১

রূপচর্চা কেবল নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও জরুরি। কারণ ধুলা-ময়লা বা রোদ নারী-পুরুষ চেনে না। এগুলো সবার ত্বকেরই সমান ক্ষতি করে। নারীদের মতো পুরুষদেরও ত্বকে ব্রণ, মরা কোষ জমা, কালো ছোপ পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তবে বলতেই হয়, এসব দিক থেকে পুরুষদের থেকে নারীরা একটু বেশি সচেতন। তাই তারা নিজেদের ত্বকের সঠিক যত্ন নিয়ে থাকেন।


কিছুদিন পরেই ঈদ। ঈদ মানেই আনন্দ এবং নিজেকে সুন্দরভাবে গোছানো। তাইতো ঈদের কথা মাথায় রেখে পুরুষদের এখন থেকেই উচিত নিজেদের ত্বকের যত্ন নেয়া। ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনা। তাই এখন থেকেই নিয়মিত ত্বকের যত্ন নিন, সেই সঙ্গে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত তাজা ফল আর পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন।  


 


চলুন এবার জেনে নেয়া যাক ঈদের আগে পুরুষরা কীভাবে ত্বকের জেল্লা ফেরাবেন তার কিছু সহজ উপায়:


 


ব্লাকহেডস দূর করতে করণীয়


 


>> ডিমের সাদা অংশ ফেটে ব্ল্যাকহেডসের ওপরে  দিয়ে তার ওপর টিস্যু পেপার চেপে দিন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলে মুখ ধুয়ে নিন।  


 


>> লেবুর সঙ্গে মধু মিশিয়ে আস্তে আস্তে ত্বকে ঘষে লাগান। আধাঘণ্টা পর মুখ ধুয়ে নিন। লেবু ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করবে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও