পাওনা টাকা আদায়ের জন্য রাজশাহীর বাগমারায় এক কৃষককে গতকাল মঙ্গলবার রাতে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের বাধার মুখে কৃষককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশের সহযোগিতায় আহত কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।