‘আগ্রাসী’ হেফাজত এখন ঘরকুনো

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ মে ২০২১, ০২:৪২

৫ মে, ২০১৩। রাজধানীর শাপলা চত্বর। সেদিন যে সংগঠনটির নাম মুখে মুখে ফিরছিল, সেটি হেফাজতে ইসলাম বাংলাদেশ। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ—এমন কোনো অরাজকতা নেই, যেটি হয়নি সেদিন। পরদিনও চলে জেলায় জেলায় তাণ্ডব। সারা দেশে করা হয়েছিল নাশকতার ৮৩টি মামলা। আট বছর পেরিয়ে বর্তমানে এসেও আলোচনায় ওই হেফাজতে ইসলাম। গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে হেফাজত ফের নাশকতায় নামে। নেতাকর্মীদের নামে নতুন করে মামলা হয় শতাধিক। একের পর এক কারাবন্দি হন বড় বড় নেতা। এপ্রিলের শুরুতে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ড ছিল হেফাজতের ‘কফিনে শেষ পেরেক’। এরপর কেন্দ্রীয় কমিটিই বিলুপ্ত। সব মিলিয়ে মাঠ কাঁপানো ‘আগ্রাসী’ হেফাজত এখন ঘরকুনো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও