তিন শক্তির আক্রমণের মুখেও শেখ হাসিনাকেই চাই

বাংলাদেশ প্রতিদিন পীর হাবিবুর রহমান প্রকাশিত: ০৫ মে ২০২১, ০০:০০

জোসেফ গোয়েবলস ছিলেন হিটলারের নাৎসি সরকারের তথ্যমন্ত্রী। একজন উন্মাদ একনায়কের বিশ্বস্ত সহচর এবং নির্লজ্জ মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন। ১৯৪৫ সালের ১ মে বার্লিনে সস্ত্রীক আত্মহত্যার আগে তারা তাদের ছয় সন্তানকে হত্যা করেন। এতটাই ছিল তাদের পাপ ও অপরাধের বোঝা যে, এর বিকল্প তাদের সামনে ছিল না। ইহুদি হত্যাযজ্ঞে তার হাতই ছিল না, ইহুদিবিরোধী চরম বিদ্বেষমূলক প্রচারণাও ছিল। গোয়েবলস বিশ্বাস করতেন মিথ্যাকে বারবার প্রচার করলে সত্যে পরিণত হয়। মিথ্যা প্রচারণায় তিনি জার্মানিতে হিটলার ও নাৎসিবাদকে তুমুল জনপ্রিয় করেছিলেন।


ইতিহাস হিটলারকে নিষ্ঠুর খুনি ও গোয়েবলসকে মিথ্যাচারের প্রতিকৃতি হিসেবে নিন্দিত করেছে। অথচ গোয়েবলস ছিলেন উচ্চশিক্ষিত ও মেধাবী। রাজনীতিতে গোয়েবলসীয় মিথ্যাচার জঘন্য গালি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ যে মিথ্যার কোনো ভিত্তি দূরে থাক, আগা-মাথাও নেই সেটিই গোয়েবলসীয় মিথ্যাচার বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও