কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগাল দেশ
বিদেশগামী কর্মীদের কাজে যোগ দেওয়ার কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু করে। গত ১৫ দিনে বিশেষ ফ্লাইটে অন্তত ৬৫ হাজার কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে প্রধান গন্তব্য ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় কর্মী নিয়োগ বন্ধ থাকায় বাংলাদেশের কর্মীদের সেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত রোববার প্রথম আলোকে জানিয়েছেন, গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম পর্বে প্রবাসী কর্মীদের চাকরির সুরক্ষা ছিল রীতিমতো চ্যালেঞ্জের। ওই সময়ে বিদেশ থেকে কর্মী ফিরিয়ে আনার চাপ ছিল। আবার যাঁরা দেশে ফিরেছিলেন, তাঁদের বড় অংশটি ফিরে যাননি। গত বছর করোনা পরিস্থিতি সরকার ভালোভাবে সামাল দেওয়ায় কোনো দেশ বাংলাদেশের কর্মী নিয়োগ কিংবা ফ্লাইট চলাচলে বিধিনিষেধ দেয়নি। এই পরিস্থিতিতে এবার বেশি কর্মীকে বিদেশে পাঠানো গেছে। এমনকি বিদেশ যাওয়া কর্মীর তুলনায় ফিরে আসার আনুপাতিক হারও বেশ কম।