কামারখন্দে স্বাক্ষর জাল করে গোপনে বাল্যবিয়ের নিবন্ধন

বাংলাদেশ প্রতিদিন কামারখন্দ প্রকাশিত: ০২ মে ২০২১, ১৮:০৩

বাল্যবিবাহ রোধে সিরাজগঞ্জ প্রশাসন প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানা করছেন। গভীর রাত হোক আর দুপুর হোক, বাল্য বিয়ের সংবাদ জানার পরই প্রশাসন ছুটে যাচ্ছেন। বিয়ে বন্ধ করছেন, জরিমানা করছেন, বর-কনে অভিভাবকদের সচেতন হবার পরামর্শ দিচ্ছেন। আর কাজীদেরও প্রতিনিয়ত বাল্যবিয়ে না পড়ানোর জন্য সতর্ক করে দিচ্ছেন। 


এতো কিছুর পরও সরকারী নির্দেশনা থোড়াই কেয়ার করছেন না কাজীরা। গোপনে বাল্যবিয়ে পড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি কামারখন্দর উপজেলার জামতৈল ইউনিয়নের কাজী মোজাম্মেল হক শুধু গোপনে বাল্যবিয়েই নয়, কনের বাবার স্বাক্ষর জাল করে কাবিননামা (নিবন্ধন) করেছেন। বিষয়টি জানাজানি হবার পর কনের বাবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও