পশ্চিমবঙ্গে অক্সিজেনের এত দাম?

ডয়েচ ভেল (জার্মানী) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০১ মে ২০২১, ১৭:১০

কলকাতায় করোনায় নিহতের অনেকেরই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু৷ যে কারণে অক্সিজেন সঙ্কট আরো বাড়তে পারে বলে আশঙ্কা করে হচ্ছে৷ তার জেরে কালোবাজারিও বাড়তে পারে বলে অনুমান৷


করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে৷ সেক্ষেত্রে এমন রোগীদের অক্সিজেনের জোগান দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে৷ চিকিৎসকেরা বলছেন, করোনা ভাইরাস ফুসফুসে যে প্রদাহ তৈরি করে, তাতে বায়ুথলিতে (অ্যালভিওলাই) রক্ত চলাচল বাধা পায়৷ ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান-প্রদান ব্যাহত হয় এবং অক্সিজেনের ঘাটতি ধরা পড়ে৷ এমন পরিস্থিতিতে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয় রোগীকে৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও