![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fd0bb9d6e-fc36-4753-84a8-b331f209f910%252F059359ac-e53f-422b-8fa7-8333c2ffcd81.JPG%3Frect%3D0%252C408%252C5760%252C3024%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মানুষ আছে কিন্তু ক্রেতা কম
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৯:৩৭
করোনা সংক্রমণের কারণে সরকারি নানা বিধিনিষেধের মধ্যে গত ২৫ এপ্রিল থেকে শপিং মল, দোকানপাট খুলে দেওয়া হয়। রোজার মধ্যে দোকানিদের জন্য আজ ছিল প্রথম শুক্রবার। অন্যান্য দিনের চেয়ে ভিড় তাই বেশি ছিল।