লকডাউনে আইনজীবীদের দুঃখ-বেদনা
একজন আইনজীবী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- ‘বিশ্বাস করবেন, লকডাউনের ১ম দিন মাত্র দুই হাজার টাকা নিয়ে বাসায় এসেছি। আমার সহধর্মিণী তার স্বর্ণ বিক্রির প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি ধৈর্য ধরেছি। এমনকি কোনো বন্ধু, সিনিয়র বা আত্মীয়কে পর্যন্ত বলিনি। মাঝে দুই একটা কাজে ৫/৭ হাজার টাকা পেয়েছি তাতেও অপ্রতুল। সবশেষে, একজন শুভাকাঙ্খী হাজার পঞ্চাশেক টাকা কর্যে হাসনা দিয়েছে। শুধু বলেছি, আর্থিকভাবে কিছুটা সংকটে পড়ার আশঙ্কা করছি। বাকিটা আল্লাহ ভরসা।’
করোনাকালে, লকডাউন বা তালাবন্দির মধ্যে আমরা অনেক পেশার লোকদের অসহায় অবস্থা সম্পর্কে লিখছি কিন্তু আইনজীবীদের সম্পর্কে কিছুই বলছি না। আমি গত ২৮ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের একটি বিবৃতিতে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে সব আদালত খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা। সেইসঙ্গে যারা দুস্থ আছেন তাদের জন্য সহায়তা চেয়েছেন। তাদের দাবি বর্তমানে দেশে প্রায় ৫২ হাজার আইনজীবী রয়েছেন তাদের মধ্যে ৩০ হাজার আইনজীবী শুধু আইনপেশার ওপর নির্ভর করে চলেন।