চীনে একটি তরুণ পরিবারের ঘরের ভেতর রান্না করার আনন্দঘন এক মুহূর্তের একটি ফটো খাবারের ছবি নিয়ে আয়োজিত নামকরা একটি আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীর সম্মান পেয়েছে।
পিংক লেডি ফুড ফটোগ্রাফার ২০২১ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চীনের আলোকচিত্রী লি হুয়াইফেং। শানঝির লিচেং-এ এই পরিবারের খাবার প্রস্তুত করার ছবিটির নাম তিনি দিয়েছেন 'টেস্ট' -স্বাদ।