‘অ্যাভেঞ্জার্স: ইনিফিনিটি ওয়ার’ সিনেমার তিন বছর পূর্তিতে রুসো ভাইয়েরা প্রকাশ করলো ক্যামেরার পেছনে অদেখা গল্প।
থ্যানোসের তুড়িতে মেঘের ধুলায় মিশে গিয়েছিল বিশ্বব্রক্ষ্মান্ডের অর্ধেক জীবন। রক্ষায় পায়নি বেশিরভাগ সুপারহিরো- এই ঘটনা মার্ভেল সিনেম্যাটি ইউনিভ্যার্সের (এমসিইউ) ‘অ্যাভেঞ্জার্স: ইনিফিনিটি ওয়ার’ সিনেমার।