মাস্ক পরারই ধার ধারেন না বাদামতলীর ক্রেতা-বিক্রেতারা
রাজধানীতে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার বাদামতলী। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই বাজারে। সারাক্ষণ মানুষের ঢল নামা বাজারটিতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে কোনো সচেতনতাই নেই। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা মাস্কই ব্যবহার করেন না।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বাদামতলীর বিভিন্ন ফলের আড়ত ঘুরে দেখা গেছে, সারাক্ষণ প্রতিটি আড়তেই ক্রেতা-বিক্রেতার জটলা লেগে থাকছে। অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি না করে কারোর পক্ষেই চলাচল করা যাচ্ছে না। অপরদিকে এসব আড়তের বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা কোনো ধরনের মাস্ক ব্যবহার করছেন না। আবার যারা মাস্ক ব্যবহার করছেন তাদের বেশিরভাগই তা ঝুলিয়ে রাখছেন থুতনিতে।