ভারতে নির্বাচনী বিজয় মিছিল নিষিদ্ধ
ভারতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল ও বিজয়োল্লাস বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেয়া মঙ্গলবারের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২ মে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ও এর পরে কোনো ধরনের বিজয় মিছিল ও বিজয়োল্লাস করা যাবে না। ইসির নির্দেশনার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বিজয়ী প্রার্থী যখন ইসির কার্যালয়ে এসে তার সার্টিফিকেট নিবেন তখন তার সঙ্গে দুইজনের বেশি নেতা-কর্মী থাকতে পারবে না।