ভেজাল খাদ্য তৈরি-বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ১২ লাখ
অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত র্যাব-১০ এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে শুভেচ্ছা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ টাকা, যমুনা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ টাকা, সুপার কুলছুম বেকারি ও কনফেকশনারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস, ৩ সপ্তাহ আগে