কোন রাজনৈতিক দলের নিবন্ধন নম্বর কত?

বাংলা ট্রিবিউন নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৯:১৫

বর্তমানে দেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার পর চূড়ান্ত দলগুলোতে দেওয়া হয় নিবন্ধন নম্বর। কমিশন থেকে দলগুলো চূড়ান্ত অনুমোদনের পর এক ক্রমিক থেকে এ নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে। মূলত নির্বাচন কমিশনের কাছে দলগুলো নিবন্ধনের নম্বরের ভিত্তিতে পরিচিত পায়। কমিশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।


২০০৮ সালে দেশে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এ পর্যন্ত ৪৪টি দল নিবন্ধন পায়। এর মধ্যে ২০০৮ সালে নিবন্ধন পায় ৩৯টি। এছাড়া ২০১৩ সালে ২টি এবং বাকি দুটি দল নিবন্ধন পায় ২০১৯ সালে। তবে আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের (ইসি) শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এদের মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এর মধ্যে ৪টির নিবন্ধন বাতিল হয় বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের সময়ে। এছাড়া নিবন্ধন পাওয়ার পর স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় এক বছরের মাথায়ই ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও