ভোট ছাড়াই এফবিসিসিআইয়ের পরিচালক হলেন ৭৮ জন

চ্যানেল আই এফবিসিসিআই ভবন, মতিঝিল প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১৯:২৯

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭৮ জন পরিচালক।


সোমবার সংগঠনটির নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচিত পরিচালকদের তালিকা প্রকাশ করেছে।


এর আগে ২১ এপ্রিল নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফসহ নির্বাচন বোর্ডের সদস্যদের স্বাক্ষরিত ৮২ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


৮০ পরিচালক পদের জন্য বৈধ প্রার্থী ছিলেন ৮২ জন। এদের মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের আজিজুল হক ও গাইবান্ধার আবুল খায়ের মুরসালিন পারভেজ। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রত্যাহার করেছেন আক্কাস মাহমুদ ও আলী জামান। ফলে বৈধ ৭৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও