ছয় মাসের উপবৃত্তির টাকা পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১৫:২২
ছয় মাসের বকেয়া উপবৃত্তির টাকা পেতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই অর্থ শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে পাঠানো হবে বলে উপবৃত্তি প্রকল্প থেকে জানা গেছে।
সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক কোটি ৪০ লাখ ক্ষুদে শিক্ষার্থীর উপবৃত্তি দিচ্ছে সরকার। এরপর দেশের বিভিন্ন স্থানে প্রতারক চক্র মায়েদের মোবাইলে ফোন করে নগদের পিন নম্বর, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জালিয়াতি করে টাকা হাতিয়ে নিয়েছে। সবকিছু বিবেচনায় খুবই সতর্কতার সঙ্গে নতুন অর্থ মায়েদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে সরকার।