আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার : স্বস্তি, নাকি উদ্বেগ
দীর্ঘ ২০ বছর পর ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ ঘোষণা বিশ্বব্যাপী সব গণতান্ত্রিক প্রগতিশীল মহলেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, বিশেষত-মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। তবে এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোর বিভিন্ন পর্যায় থেকে বহুমাত্রিক উদ্বেগ ও আশঙ্কার কথাও উঠে এসেছে।