বান্দার সর্বাগ্রগণ্য আরাধ্য মাগফিরাত

সমকাল মোহাম্মদ বাহাউদ্দিন প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১১:৫৩

রহমত, মাগফিরাত আর নাজাত- এই তিন ভাগে বিভক্ত রমজানের দ্বিতীয় ভাগ মাগফিরাতের দিন চলমান। পরম রবের প্রতি আত্মসমর্পিত ও আত্মনিবেদিত বান্দার জন্য সর্বাগ্রগণ্য আরাধ্য ঈপ্সিত বিষয় হলো মাগফিরাত। আর মাগফিরাতের পূর্বশর্ত হলো ইবাদত এবং ইবাদতের সারনির্যাস হিসেবে দোয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মহিমাময় রমজান হলো সেই প্রকৃষ্ট সময়; যখন পবিত্র কোরআন-হাদিস নির্দেশিত পন্থায় পালনকৃত ইবাদতের মাধ্যমে বান্দাগণ মাগফিরাত তথা মহান প্রভুর ক্ষমাপ্রাপ্ত হওয়ার দুর্লভ সুযোগ লাভ করে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও