সারাগামাপা'র চ্যাম্পিয়ন নিয়ে পক্ষপাত, মুখ খুললেন বিচারকেরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ১৩:১৮

রবিবার সারেগামাপা ২০২০ বিজয়ী ঘোষণা করা হয়েছে। অর্কদীপ মিশ্রর হাতেই উঠেছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি। যদিও এ নিয়ে তর্ক-বিতর্ক জারি রয়েছে। নেটিজেনদের একটা বড় অংশের মতেই নীহারিকা বা আনুশকা অনেক বেশি যোগ্য এই ট্রফির। ইমন চক্রবর্তীর টিমের সদস্য অর্কদীপ, তবে এটাই শেষ কথা নয়, তিনি ইমনের 'গুরুভাই'ও বটে। অর্কদীপের হাতে সেরার ট্রফি ওঠায় স্বভাবতই খুশি ইমন। কারণ এই জয় তারও।


নেটিজেনরা বলছেন, 'একদম জাজমেন্ট ঠিক হয়নি, নিহারীকাই বেশি যোগ্য ছিল'। এই নিয়ে কালের কণ্ঠ অনলাইন ভার্সনও একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে উঠে আসে সারাগামাপা নিয়ে পক্ষপাত ও সঙ্গীতপ্রেমীদের তীব্র প্রতিবাদ। এর প্রেক্ষিতে মুখ খুলতে শুরু করেছেন বিচারকেরা। শুধু তাই নয়, তাদের প্রতি যে অভিযোগের তীর ছোড়া হয়েছে সেটাকে বাধাগ্রস্তও করতে চাইছেন প্রতিবাদের মধ্য দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও