![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/25/brazil-oxygen-250421-01.jpg/ALTERNATES/w640/brazil-oxygen-250421-01.jpg)
ব্রাজিলে অক্সিজেন সিলিন্ডারজাত করার কারখানায় বিস্ফোরণ
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে অক্সিজেন সিলিন্ডারজাত করার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে চার জন আহত হয়েছেন।
শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কারখানাটির মালিক শিল্পে ব্যবহৃত গ্যাসের উৎপাদক কোম্পানি হোয়াইট মার্টিনস্ এক বিবৃতিতে বলেছে, এটি অক্সিজেন গ্যাস সিলিন্ডারজাত করার কারখানা হওয়ায় বিস্ফোরণের কারণে ওই অঞ্চলের অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়নি।