করোনার অজুহাতে এখনও কর্মীদের বেতন কাটছে দুই ব্যাংক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০৪:৫৫

দেশের বেশিরভাগ ব্যাংক তাদের কর্মীদের বেতন ঠিকঠাক দিলেও পরিচালন ব্যয় কমাতে এখনও কর্মীদের বেতন কাটছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক ও এক্সিম ব্যাংক। করোনার প্রথম ধাক্কায় দেশের পাঁচটি ব্যাংক কর্তৃপক্ষ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলেও পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে থাকলে তা থেকে সরে আসে তিনটি ব্যাংক। তবে এখনও বেতন সমন্বয় করতে পারেনি সিটি ও এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দু’টি ব্যাংকের কর্মকর্তারা।


জানা যায়, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্ত হলে সেই ধাক্কায় ওই বছরের মাঝামাঝি সময়ে এক্সিম, এবি, ওয়ান, দ্য সিটি ও আল আরাফাহ ইসলামী ব্যাংক তাদের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেয়। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক বিষয়টির সমাধান করলেও এখনও পুরোপুরি সমাধানে আসতে পারেনি সিটি ব্যাংক এবং এক্সিম ব্যাংক।



 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও