শপথের পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমনার
ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রমনা। কোভিডবিধি মেনে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি এস এ বোবদের স্থলাভিষিক্ত হলেন তিনি। সাংবিধানিক প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথবাক্য পাঠ করান বিচারপতি রমনাকে।
শপথের পরেও প্রধান বিচারপতি রমনার মুখে কোভিড পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের কথা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘এই সময়টা করোনা সংক্রমণের ঢেউয়ের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পরীক্ষার। আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য কিছু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। ঐক্যবদ্ধ ভাবে একাগ্রতার সঙ্গে লড়াই করে আমরা অতিমারিকে হারাতে পারব।’’