দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের অবসরের পর এবার সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি এন ভি রামানা। শনিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল ওই শপথগ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের তত্ত্বাবধানে বিচারপতি রামানা শপথবাক্য পাঠ করেন। জানা গিয়েছে, করোনা বিধি মেনেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শুক্রবার সদ্য প্রাক্তণ হওয়া বিচারপতি এস এ বোবদেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বিচারপতি এন ভি রামানা বলেন, 'দেশে করোনার ঢেউ বইতে শুরু করেছে। আমাদের সামনে এখন কঠিন সময়। আইনজীবী, বিচারক সহ আদালতের সমস্ত কর্মীরাও মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ কমানোর জন্য কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে। আমরা একজোট হয়ে এই অতিমারির সঙ্গে লড়াইয়ে জিতব।'
You have reached your daily news limit
Please log in to continue
দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এন ভি রামানা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন