পশ্চিমবঙ্গে দুই প্রার্থীর মৃত্যু, পিছিয়ে গেলো ভোটগ্রহণ
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ মে ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে সেটি পিছিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো নতুন তারিখ ঘোষণা না করলেও ফলাফল প্রকাশের সময় পিছিয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওই দুই প্রার্থীর আসনে ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।