সচিবালয়ের নিস্তব্ধতায় কর্মের ক্ষীণ কোলাহল
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান। সচিবালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর জরুরি সেবা দেয়া শাখাগুলো খোলা রয়েছে। তাই সচিবালয়ের নিস্তব্ধতায় এসব খোলা থাকা অংশগুলো যেন কর্মের ক্ষীণ কোলাহল।
কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। সেই মেয়াদ শেষ হয় গতকাল বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। তাই লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।