ধরিত্রী বাঁচানোর মোক্ষম সময় এখনই
মানবতার জন্য গুরুত্বপূর্ণ এ বছরে সাহসী জলবায়ু কার্যক্রমের এখনই সময়। বিজ্ঞান অকাট্য এবং বিশ্বব্যাপী স্বীকৃত। জলবায়ু সংকটকে স্থায়ী বিপর্যয় থেকে দূরে রাখতে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হবে। এই লক্ষ্যে মধ্যশতাব্দীর মধ্যে আমাদের গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিট শূন্য নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতির প্রায় দুই-তৃতীয়াংশ দেশ এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি উৎসাহজনক, কিন্তু আমাদের অবিলম্বে প্রতিটি দেশ, শহর, ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই জোটে যোগ দিতে হবে এবং নিট শূন্যে রূপান্তরের জন্য দৃঢ় পরিকল্পনা গ্রহণ করতে হবে।