মুনাফার আগ্রাসন থেকে ধরিত্রী বাঁচাতে হবে
এবারের বিশ্ব ধরিত্রী দিবসের তাৎপর্য বেশ ভিন্ন। এর কারণ গত এক বছর হলো আমরা করোনা মহামারির বাস্তবতা থেকে বের হয়ে আসতে পারিনি। মহামারির রূঢ় বাস্তবতা আমাদের শিখিয়েছে যে, আমরা যতই অর্থ-সম্পদে বিত্তশালী হই না কেন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা যায় না। জীবনের জন্য যা যা প্রয়োজন তার সবই আসে প্রকৃতি থেকে। বাড়তি কিছু প্রয়োজন আমরা শিল্প কলকারখানাসহ বিভিন্ন বিনিয়োগ থেকে পাই। কিন্তু প্রয়োজনীয় মূল উপকরণগুলো আসে প্রকৃতি থেকে। ফলে কভিড-১৯ বাস্তবতায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বুঝতে পেরেছি প্রাকৃতিক সম্পদের ভান্ডারকে ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হবে না।