You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটনি স্পিয়ার্সের সংসার ও যে চারটি জিনিস সুপার লিগের চেয়ে বেশি টিকেছে

এই সপ্তাহের শুরুতেই মনে হচ্ছিল যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রদবদল বোধহয় হয়েই গেল। ১২টি ক্লাব আলাদা হয়ে একটা লিগ খেলবে, প্রতি মাসেই রেয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল!

ইউরোপের ১২ ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ... পরিকল্পনা, ঘোষণা, সমালোচনা এরপর বাতিল। এসবই হলো মাত্র দুইদিনের মধ্যে।

তাই বিবিসি পাঠকদের জন্য একটি তালিকা তৈরি করেছে যে তালিকায় আপনি পাবেন, যেসব জিনিস এই ইউরোপিয়ান সুপার লিগের চেয়ে বেশিদিন টিকে গেছে।

সুয়েজ খালের জাহাজ নিয়ে নাটকীয়তা

এই তো গত মাসেই তুলকালাম আলোচনা হল এমন এক জাহাজ নিয়ে যেটি পুরো বিশ্বের বানিজ্যে প্রভাব ফেলে। সুয়েজ খালে আটকে পড়া সেই জাহাজের নাম, এভারগিভেন। সেটিও আটকে ছিল ছয়দিন! যা ইএসএলের চেয়েও চারদিন বেশি।

ব্রিটনি স্পিয়ার্সের প্রথম সংসার

একটা লিগ যেটা কখনো মাঠেই গড়ায়নি সেটার চেয়ে যে একটা বিয়ে বেশি সময় টিকবে সেটাই স্বাভাবিক হওয়া উচিৎ। কিন্তু সেটা যদি হয় ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে। নাহ, এটা ছিল ২০০৪ সালের সময়কার ট্রেন্ডিং ঘটনা, যদি ট্রেন্ডিং বলে তখন কিছু থেকে থাকে।

২০০৪ সালে আমেরিকান অভিনেতা জেসন আলেকজান্ডার ও সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে টেকে মাত্র ৫৫ ঘণ্টা। সেটাও ৭ ঘণ্টার ব্যবধানে হারিয়ে দিতে পারবে ইউরোপিয়ান সুপার লিগের এই আইডিয়াকে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন