করোনা পরিস্থিতিতে ঢাকা শহরের বায়ুদূষণ ভাবনা
গত ১৪ মাসে করোনা অতিমারিতে সারা বিশ্ব এক অভাবনীয় সংকটের মধ্যে পতিত হয়েছে। অর্থনৈতিক বিপর্যয়, চাকরিচ্যুতি, কর্মহীনতা, ক্ষুধা, মানসিক বিষাদ যেন জীবনেরই এক অচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এরই মধ্যে সারা পৃথিবীতে ১৪০ মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে মৃত্যুর হার মোটামুটি কম থাকলেও ইদানীং এর সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সর্বস্তরের জনগণ আরো বেশি সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে মৃত্যুর হার আগামী দু-এক মাসের মধ্যেই আরো অনেক গুণ বেড়ে যাবে বলেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান বাণী উচ্চারণ করেছেন।