করোনা শনাক্তে বাড়ল আরও ১১১টি ল্যাব
দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তে এক সময় সরকারি পর্য়ায়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর আরটিপিসিআর ল্যাবরেটরিই একমাত্র ভরসা ছিল। তখন স্বল্পসংখ্যক নমুনা পরীক্ষা করা হতো। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরটিপিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ল্যাবরেটরি ও সর্বশেষ র্যাপিড অ্যান্টিজেন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়।
এক বছরের ব্যবধানে রাজধানীসহ সারাদেশে ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৩৫টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে গত তিন সপ্তাহে বেড়েছে ১১১টি ল্যাব। যার মধ্যে সরকারি পর্য়ায়ে ২৬৩টি ও বেসরকারি পর্য়ায়ে ৭২টি ল্যাবরেটরি রয়েছে। এসব ল্যাবে প্রতিদিন প্রায় ৫০ হাজার নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে।