![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F80821e41-f2be-4778-bfc4-1970c8f6fbb6%252FCTG_Rice.jpg%3Frect%3D0%252C265%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সরকারি চাল সাধারণ বস্তায় ভরে বাজারে বিক্রি
চট্টগ্রামে আমদানি করা ৭০ হাজার কেজি (৭০ টন) চাল জব্দ করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নগরের পাহাড়তলী চাল বাজারের মেসার্স মাহী ট্রেডার্স নামের একটি আড়ত থেকে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আড়তদার আবদুল বাহার মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাহার মিয়া স্বীকার করেছেন, তিনি সরকারি বস্তা পাল্টে তাঁদের নিজস্ব বস্তায় চাল ভরে বাজারে বিক্রি করতেন।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পশ্চিম ফারুক উল হক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ভারত থেকে আমদানি করা চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া কিছু সরকারি চাল পাহাড়তলী চাল বাজারে আনা হবে, এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে