যেভাবে দূর হবে নাকের তৈলাক্ত ভাব
ইত্তেফাক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৩:০৭
নাকের উপরের তেল বিরক্তিকর। ত্বকে ভালো করে মেকআপ করাও যায়না। তৈলাক্ত ত্বক ছাড়াও সাধারণ ও শুষ্ক ত্বকের অধিকারীদেরও নাকের ওপর অতিরিক্ত তৈলাক্তভাব তৈরি হয়। কিছু সাধারণ কাজের মাধ্যমে এই তেলতেলে ভাব দূর করা যাবে।
ফেইস ওয়াশ
দিনে কম পক্ষে দুবার ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে করতে হবে। এতে নাকের ওপরের বাড়তি তেলতেলেভাব ধীরে ধীরে দূর হবে।
টোনার
ত্বকের তেল নিয়ন্ত্রণে টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মুখ ধোয়ার পরে অবশ্যই ত্বকে টোনার লাগিয়ে নিতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- তৈলাক্ত ত্বক
- নাকের যত্ন