‘... হারাইয়া গেলে, পুড়িয়া গেলে কং দায়ী নহে।’ এমনটাই লেখা থাকত সেকালে লন্ড্রির রসিদে। এখনো থাকে হয়তো-বা ইংরেজিতে। কর্র্তৃপক্ষ কীসের দায় এড়াচ্ছে! ‘বেইলি’ (Bailee-জিম্মাদার)-এর। লন্ড্রিতে, দর্জির দোকানে কাপড় দেওয়া-নেওয়ার মতো কারবারগুলো চুক্তি আইনের ১৪৮ ধারায় ‘বেইলমেন্ট’ (Bailmen-জিম্মা)। ১৫১-১৫২ ধারায় জিম্মাদারের দায়-দায়মুক্তি আছে। ব্যবসার অনেক কারবারেই এমন জিম্মা চলে। ব্যাংক-ঋণেও চলে ‘প্লেজ’ (Pledge) নামে। জমা রাখা মালামালকে বলে ‘বেইল’ (‘জমানত’, ‘জামানত’ দুরকমই বানান চলে, মহামুশিবত!)।
You have reached your daily news limit
Please log in to continue
কং দায়ী গ্রেপ্তার-জামিনে!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন