কং দায়ী গ্রেপ্তার-জামিনে!
‘... হারাইয়া গেলে, পুড়িয়া গেলে কং দায়ী নহে।’ এমনটাই লেখা থাকত সেকালে লন্ড্রির রসিদে। এখনো থাকে হয়তো-বা ইংরেজিতে। কর্র্তৃপক্ষ কীসের দায় এড়াচ্ছে! ‘বেইলি’ (Bailee-জিম্মাদার)-এর। লন্ড্রিতে, দর্জির দোকানে কাপড় দেওয়া-নেওয়ার মতো কারবারগুলো চুক্তি আইনের ১৪৮ ধারায় ‘বেইলমেন্ট’ (Bailmen-জিম্মা)। ১৫১-১৫২ ধারায় জিম্মাদারের দায়-দায়মুক্তি আছে। ব্যবসার অনেক কারবারেই এমন জিম্মা চলে। ব্যাংক-ঋণেও চলে ‘প্লেজ’ (Pledge) নামে। জমা রাখা মালামালকে বলে ‘বেইল’ (‘জমানত’, ‘জামানত’ দুরকমই বানান চলে, মহামুশিবত!)।
- ট্যাগ:
- মতামত
- ব্যবসার কৌশল
- জিম্মাদারী