লক্ষ্য নির্ধারণে বাস্তববাদী হওয়া জরুরি
দশ জন হাইস্কুল শিক্ষার্থীর কাছে যদি জানতে চাওয়া হয়—তোমার জীবনের লক্ষ্য কী? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী কিংবা অন্যকিছু হতে চাইবে। কিন্তু জীবিকা নির্বাহের জন্য গৃহীত পেশা কি মানুষের ‘জীবনের লক্ষ্য’ হতে পারে? তা ছাড়া একজন মানুষ সমগ্র জীবনে একটামাত্র পেশাই গ্রহণ করবে, সেটাই বা ভাবতে হবে কেন? কিন্তু আমাদের দেশে শৈশব ও কৈশোরে দৃঢ়ভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে, বিশেষ কোনো পেশায় যাওয়াই জীবনের চরম সফলতা। ফলে কোনো কারণে তা অর্জনে ব্যর্থ হলে অনেকেই ভেঙে পড়ে। জীবন কি এত ক্ষুদ্র ব্যাপার যে, শুধু পেশা দিয়ে তার সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হবে?
- ট্যাগ:
- মতামত
- বাস্তবধর্মী
- লক্ষ্য অর্জন