করোনাভাইরাস: প্রথম ডোজ পাওয়া ২৯ শতাংশের টিকার ‘কোর্স’ পূরণ

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ২২:০১

দেশে করোনাভাইরাস সংক্রমণের অতি বিস্তারের মধ্যে মঙ্গলবার একদিনেই দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। এ নিয়ে প্রথম ডোজ পাওয়া প্রায় এক তৃতীয়াংশের টিকার ‘কোর্স’ পূরণ হলো।


মঙ্গলবার পর্যন্ত ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন।


দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও দেওয়া হচ্ছে; তবে এ সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ জন।


কোভিড: টিকাগ্রহীতাদের সংক্রমণের ‘তীব্রতা কম’, সিভাসুর গবেষণার তথ্য


টিকার প্রথম ডোজ নেওয়ার পর করোনাভাইরাসে কেউ কেউ আক্রান্ত হলেও তাদের মধ্যে সংক্রমণের তীব্রতা কম বলে দাবি করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক।


সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে সাত সদস্যের গবেষক দল গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে প্রথম ডোজের টিকাগ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ গবেষণা কার্যক্রম চালান।


তবে জাতীয় পর্যায়ে ব্যাপক ভিত্তিতে গবেষণা না হলে এ বিষয়ে সামগ্রিক চিত্র ফুটে উঠবে না বলে তারা আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন।


লকডাউনে আটকা, দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তা


চলমান সর্বাত্মক লকডাউনে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে জটিলতায় পড়েছেন অনেকে। বিশেষ করে প্রথম ডোজ নেওয়ার পর নিজ এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে আটকাপড়া ব্যক্তিদেরই এ চিন্তা বেশি।


তাদের কেউ কেউ অন্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে গিয়ে ফিরে এসেছেন। আবার দূরে থাকায় নির্ধারিত দিনে প্রথম টিকা নেওয়ার কেন্দ্রে যেতেও পারেননি। এমন ব্যক্তিরা দু:শ্চিন্তার কথা জানিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও