কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেপালের রাষ্ট্রপতির সফরে আন্তরিকতার পাশাপাশি বাণিজ্যও বাড়বে

যুগান্তর এ কে আবদুল মোমেন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৯:৪৯

দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় দেশ হিমালয়কন্যা নেপাল। বাংলাদেশের সঙ্গে নেপালের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে বহু বছর ধরে। সম্প্রতি সেই সম্পর্ক আরও জোরদার হয়েছে। অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এই তো ২০১৯ সালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রীয় সফরে নেপাল ঘুরে এসেছেন।



এবার বাংলাদেশ সফরে এসেছিলেন নেপালের মহামান্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গত ২২ মার্চ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন তিনি। এটিই নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর। জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত হয়েছে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও