পবিত্র রমজান মাসে কর্মহীন হয়ে পড়া মানুষ ও করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ইফতার, সাহরির খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, এমনকি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সুবিধাসহ লকডাউনে কোনো রোগীকে হাসপাতালে নেয়ার জন্য পাঁচটি মোটরসাইকেল ও দুইটি প্রাইভেটকারের মাধ্যমে সেবা নিশ্চিতের ব্যবস্থা করেছে সংগঠনটি।