দেড় বছর পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সউদী আরব
গত বছরের ২১ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয়ার প্রায় দেড় বছর পর আগামী ১৭ মে থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সউদী আরব। সউদী আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সউদী অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) কমিউনিকেশন্স বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাশ দেশটির অনলাইন দৈনিক সউদী গেজেটকে এই তথ্য জানিয়েছেন।
গত বছর ব্রিটেনে করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ার পর ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিল সউদী সরকার। পনের মাস পর সেই নিষেধাজ্ঞা তোলা হচ্ছে। খালেদ বিন আব্দুলকাদের তাশ জানান, আগামী ১৭ মে থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হওয়া ছাড়াই যেমন সউদী আরবে প্রবেশ করতে পারবেন বিদেশী নাগরিকরা, তেমনি সউদী নাগরিকরাও যেতে পারবেন দেশের বাইরে।