কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাকসিন ও করোনা ভ্যারিয়েন্টের প্রতিযোগিতা

দেশ রূপান্তর সেরীন ফেরদৌস প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১১:৫১

কভিড মহামারী ছড়িয়ে পড়ার এক বছরের মাথায় এসে কভিড আর ভ্যাকসিনের মধ্যে যেন নতুন এক প্রতিযোগিতা শুরু হয়েছে। কভিডের হাত থেকে রেহাই পেতে বিজ্ঞানীরা ভ্যাকসিন নিয়ে এসেছেন। আর সেই ভ্যাকসিনের সঙ্গে লড়াই করতেই যেন কভিডও নিজেকে নতুন নতুন ভ্যারিয়েন্টে রূপান্তরিত করে ফেলছে। করোনার প্রাথমিক স্ট্রেইনটির বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা শেষ হতে না হতেই বিজ্ঞানীদের এখন নতুন ভ্যারিয়েন্টের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় হয়ে উঠতে হচ্ছে। বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে, ভ্যাকসিন আর কভিড ভ্যারিয়েন্টের মধ্যকার প্রতিযোগিতাটা গুরুত্বপূর্ণ মোড় নিতে শুরু করেছে।  


এখন পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিন পৃথিবীর সবাইকে যথাসময়ে দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে সমস্যা মোকাবিলা করার আগেই কভিডের নতুন নতুন ভ্যারিয়েন্টগুলো পৃথিবীর মানুষের সামনে আরও বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও