‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের শুভ জন্মদিন আজ। শুভ জন্মদিনের মহতী এই মুহূর্তে আমরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থ ডে টু ইউ স্যার।
১৯৪২ সালের ১৮ এপ্রিল হবিগঞ্জের রতনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তারপর সিলেট এমসি কলেজ হয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আসা অর্থনীতি অধ্যয়নের জন্য। দীর্ঘ পথ পরিভ্রমণের প্রতিটি পয়েন্টে তিনি তাঁর মেধা বা প্রতিভা-প্রযুক্তি চিত্তাকর্ষক ফলাফল উপহার দিতে সক্ষম হয়েছিলেন। মোহাম্মদ ফরাসউদ্দিন শুধু যে মেধাবী মানুষ তা কিন্তু নন, কারণ মেধাবী বলেই কেউ ‘মানুষ’ হয় না, মানবতাবোধ সর্বদা বিরাজ করত তাঁর পরানের গহিন ভেতরে। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন শেষে বিদেশে থেকে যাওয়ার প্রচুর সুযোগ থাকার পরও কিছুটা ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন স্বপ্নপূরণের অঙ্গীকারবোধ থেকে।