প্রতিষেধকের জোগান বাড়াতে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর
অতিমারি সামাল দিতে এ বার সর্বশক্তি দিয়ে প্রতিষেধকের উৎপাদন বাড়ানোয় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় টিকা কোভ্যাক্সিনের উৎপাদন বাড়াতে ভারত বায়োটেককে সবরকম সাহায্যের কথাও জানিয়েছেন মোদী। এ ছাড়াও বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার জন্য আর্থিক সাহায্য বরাদ্দ করা হবে, যাতে প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে দ্রুত দেশের সর্বত্র তা সরবরাহ করা যায়।
নোভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতি দেশের সর্বত্র। বৃহস্পতিবার থেকে দৈনিক সংক্রমণ ২ লক্ষের উপরেই রয়েছে। বুধবার থেকে দৈনিক মৃত্যু রয়েছে হাজারের উপরে। কিন্তু তা সামাল দেওয়ার জন্য যে পরিমাণ প্রতিষেধকের দরকার, তা মিলছে না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। এমন পরিস্থিতিতে শনিবার দিল্লিতে বিশেষ পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে প্রতিষেধকের উৎপাদন বাড়ানোর উপর জোর দিলেন মোদী।