![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/17/thakurgaon-ranisankoil-thana-170421-02.jpg/ALTERNATES/w640/thakurgaon-ranisankoil-thana-170421-02.jpg)
ঠাকুরগাঁওয়ে শিশুসহ দম্পতির বিষপান, সন্তানের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে চিরকুটে ‘ভালো লাগে না’ লিখে সন্তানসহ এক দম্পতির বিষপানের খবর পাওয়া গেছে।
এতে ওই দম্পতির পাঁচ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার জানিয়েছে পুলিশ।
রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল জানান, শুক্রবার রাত ১০টার দিকে রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর উমরাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান (৫) পদমপুর উমরাডাঙ্গী গ্রামের ইয়াসীন আলীর মেয়ে।
শনিবার সকালে ঘটনাস্থল থেকে একটি ‘চিরকুট’ উদ্ধার করে পুলিশ।