নেত্রকোনায় সূলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু
করোনায় লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের পুষ্টি নিশ্চিতকরণে নেত্রকোনায় সূলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রানিসম্পদ বিভাগ। কোন দরাদরি ছাড়াই সাধারণ মানুষও বিশুদ্ধ দুধ, ডিম আর মাংস সুলভ মূল্যে পেয়ে খুশি হচ্ছেন।
চলমান লকডাউন পরিস্থিতিতে অনেকটাই বিপাকে পড়েছিলেন নেত্রকোনা জেলার মাংস, ডিম দুধ উৎপাদনকারী খামারিরা। এমন অবস্থায় খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে ও জনসাধারণের পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে দেশব্যাপী জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।