কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

WB Election: হাসপাতালের জেনারেল বেড থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, ভাতারে প্রচারে মিঠুন-প্রতিশ্রুতি

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৯:০৪

রাজনীতি নয়, তিনি মানুষনীতি বোঝেন। পূর্ব বর্ধমানের ভাতারের নির্বাচনী সভায় এমন মন্তব্যই করলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্র কোনারের সমর্থনে স্থানীয় একটি স্কুলে মাঠে সভা হয়। সেখানে মিঠুন বলেন, ‘‘রাজনীতি করতে নয়, মানুষনীতি করতে এখানে এসেছি। আমাদের জেলায় যে হাসপাতাল আছে, বিজেপি সরকার গড়লে সেখানে জেনারেল বেডের ঘরেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসবে।’’


সভা মঞ্চ থেকে মিঠুনের মন্তব্য, ‘‘বড়লোকের সন্তান হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। আর আমার গরিব বোনের বাচ্চা হবে সাধারণ শয্যার গরম ঘরে, তা হবে না। বিজেপি সরকার গড়লে, মেয়েদের বাসে টিকিট লাগবে না। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, কোনও পয়সা লাগবে না। মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে৷ বিধবাদের মাসে তিন হাজার করে ভাতা টাকা দেওয়া হবে। ১৮ বছর বয়স হলে প্রত্যেক বোনের অ্যাকাউন্টে ২ লক্ষ করে টাকা ঢুকবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও