 
                    
                    সম্মতি থাকলেও ১৫ বছরের কমবয়সির সঙ্গে যৌন সম্পর্ক মানেই ধর্ষণ, আইন আনল ফ্রান্সে
যৌন সম্মতি এবং ধর্ষণ— এই দু’টি ক্ষেত্রকে পরিষ্কার ভাবে আলাদা করতে এ বার কড়া আইন নিয়ে এল ফ্রান্স। ১৫ বছরের নীচে কোনও কিশোরীর সঙ্গে যৌন মিলন ঘটলেই তা এ বার থেকে ধর্ষণ বলে গণ্য হবে সে দেশে। কোনও ভাবেই অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে যৌন সম্মতির রূপ দিতে পারবেন না।
এত দিন ফ্রান্সে মহিলাদের ক্ষেত্রে সম্মতিসূচক সহবাসের বয়স ছিল ১৫ বছর। কিন্তু সে ক্ষেত্রে যদি ১৫ বছরের ছোট কোনও মহিলা ধর্ষণের শিকার হত, তা হলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্রমাণ করার চেষ্টা করতে পারতেন। যার ফলে এক দিকে যেমন অনেক ধর্ষণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসাবে প্রতিষ্ঠিত হত, অন্য দিকে তেমনই অনেক অভিযুক্তও শাস্তি এড়িয়ে যেতে পারতেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আইন
- ধর্ষণ
- যৌন সম্পর্ক
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                