বাহ্যিক উৎসব নেই, আছে অফুরন্ত প্রাণশক্তি
করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে গত বছরের মতো এ বছরও আমরা আমাদের প্রাণপ্রিয় বর্ষবরণ উৎসবটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারিনি।
ঘরে বসেই আমাদের নববর্ষকে বরণ করতে হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানাদি মিডিয়ায় উপভোগ করেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এ ক্ষেত্রে বাহ্যিক উৎসব ছিল না, কিন্তু ছিল প্রাণশক্তি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, তিনি আমাদের করোনা মহামারি থেকে রক্ষা করুন।
একইসঙ্গে সবার প্রতি অনুরোধ, এ মহামারির ছোবল থেকে বাঁচতে আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলি। করোনা মহামারি সৃষ্ট এ আঁধার কেটে সুদিন আসবেই। আগামীতে নিশ্চয়ই আমরা যথারীতি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পারব।