দেশে এ পর্যন্ত নয় লক্ষাধিক মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা নয় লাখ ৩০ হাজার ১৫১। এর মধ্যে পুরুষ ছয় লাখ ৩৭ হাজার ৪৫৬ এবং নারী দুই লাখ ৯২ হাজার ৬৯৫ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ৩৫ লাখ ২৫ হাজার ৯৮৯ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬২ হাজার ৮৯৬। এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।